• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

‘২০১৪ সালের মতো নির্বাচন করতে দেয়া হবে না’

আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে আর কোন দিন ২০১৪ সালের মত নির্বাচন করতে দেয়া হবে না। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তেমনি আন্দোলনও চালিয়ে যেতে হবে। আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্বাচন মেনে নিতে।
রবিবার বিকেল ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাস ভবনে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বাহার, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপির নেতা মো. শাহাব উদ্দিন, চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফ হোসেন দুলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ