এএ্যান্ডকে পোয়েট্রি আড্ডার অষ্টম পর্বের অতিথি আল নাহিয়ান ও আখতারুজ্জামান আজাদ। অনুষ্ঠানটি আগামীকাল বুধবার ৩ জানুয়ারি সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজিত হবে।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ছড়াকার অনিক খানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই আড্ডায় আমন্ত্রিত কবিগণ নিজেদের লেখা কবিতা/ছড়া এবং ছড়ার পেছনের গল্পগুলো বলে থাকেন।
বিগত দিনে আয়োজিত এই আড্ডার অন্য পর্বগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবারের পর্বটিও সবাই পছন্দ করবেন বলে আশা করছেন আয়োজকরা।