চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে। বুধবার রাত ৯ টায় লড়ারকুল গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, বুধবার রাতে এস আই আহাদুজ্জামান সংগীয় ফোর্সসহ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ারকুল গ্রামের সোহরাব মাঝির বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ আলফাজ মাঝি ওরফে বাবু (২০) এবং তার মা মাজেদা বেগমকে (৪০) আটক করে। এ ঘটনায় দু’জনের নাম উল্লেখসহ আরো তিনজন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৪।