উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলাম শাহাদত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক শিশির আলমকে মারপিট ঘটনায় তার জড়িত থাকার বিষয় অস্বীকার করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় শহরের অভিজাত রেস্তোরায় ফুডপার্কে তার আয়োজনে এ সম্মেলন হয়। এতে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস.এম. আমিরুল ইসলাম আরজু উপস্থিত ছিলেন। গত ৪ জানুয়ারি সন্ধ্যার পর উল্লাপাড়া পৌর শহরের ওভারব্রীজ এলাকায় কাওয়াক ও কলেজপাড়া মহল্লার দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়াকালে শিশির আলমকে মারপিটের ঘটনা ঘটে। এ সময় শিশির আলম ছবি তুলছিল বলে জানা যায়। এ নিয়ে ৭ জানুয়ারী দুপুরে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রিপোর্টাস ইউনিটির ব্যানারে এক মানববন্ধন হয়।