উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
বৃহস্পতিবার উল্লাপাড়ায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধনের পর সংসদ সদস্য তানভীর ইমাম নেতৃত্বে শহরে উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানভীর ইমাম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার শরাফত আলী, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ, নারীনেত্রী রিবলী ইসলাম কবিতা, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।