২০১৪ সালে বিবাহ-বিচ্ছেদ হয়েছে তাদের। কিন্তু বন্ধুত্ব আজও অটুট। এক সঙ্গে সংসার না করলেও, বেশির ভাগ পার্টি থেকে অনুষ্ঠানে এক সঙ্গে দেখা যায় তাদের। জন্মদিনে হৃতিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবারো এমনই বার্তা দিলেন সুজান খান।
বুধবার হৃতিকের ৪৪ বছরের জন্মদিন। পার্টি বা জমজমাট সেলিব্রেশন, এমনটা হওয়াই তো স্বাভাবিক। কিন্তু সেলিব্রেশনের আগে একটি ছবি পোস্ট করে নিজের মনের কথা বলেছেন সুজান।
ছবিটি তোলা হয়েছে আগে। ছবিতে দু’জনেই রয়েছেন ভারী শীতবস্ত্র গায়ে। সুজান ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘চিরকালই তুমি আমার জীবনের সূর্য… শুভ জন্মদিন। সব সময় তোমার মুখে এই হাসিটা ধরে রেখো। এই হাসি বিশ্বে আলো ছড়িয়ে দেয়।’
বিচ্ছেদের পরে তাদের এক সঙ্গে ঘোরাঘুরি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। দু’বছর আগে টুইটারে একটি পোস্টে সুজান লিখেছিলেন, ‘হৃতিকের সঙ্গে পুনর্মিলন কোনওদিনই সম্ভব নয়। কিন্তু আমরা সব সময়ই খুব ভাল অভিভাবক।’
বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে তারা এক সঙ্গে না থাকলেও, আজও দুই ছেলেকে নিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়েন তারা। রেহান ও হৃদানকে নিয়ে নানা মুহূর্তের ছবিও শেয়ার করেন হৃতিক ও সুজান।