পাবনা প্রতিনিধি॥
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে ম্যুরাল উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আওয়াল কবির জয়সহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ম্যুরালটির মূল পরিকল্পনাকারী ছিলেন আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান বিজয় দাশ গুপ্ত এবং শিল্পী ছিলেন ওবায়দুল ইসলাম মিঠু। ম্যুরালটির উচ্চতা ১১ ফুট আর প্রস্থ ৬ ফুট। ল্যান্ড স্কেপিং স্থাপত্য শিল্পে ম্যুরালটি করা হয়েছে।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ গোলাম ফারুক প্রিন্স, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা ইউনিট, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।