• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

বাগেরহাটে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার সন্ধ্যায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর উদ্যোগে এবং বেনারশী গ্লোবাল ইভেন্টস লিমিটেড এর পরিচালনায় বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক হাসিনা নেওয়াজ। বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাট্রিজ সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বেনারশী গ্লোবাল ইভেন্টস লিমিটেড এর পরিচালক এস.এম রাসেল কবীর, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা মাসব্যাপি অনুষ্ঠিত এ যে কোন ধরনের বিশৃংখলা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে কোন ধরনের জুয়া, যাত্রা ও পুতুল নাচ না করার আহবান জানান।মেলাকে বাগেরহাটবাসীর কাছে আকর্ষনীয় করে তুলতে স্টেডিয়ামের অভ্যন্তর মনোমুগ্ধকর বিশাল গেট ও সৌন্দর্য্য বৃদ্ধি জন্য বিশাল দুটি ফোয়ারা নির্মানসহ সার্কাস পার্টি ও বিভিন্ন ধরনের পশরার দোকান গোছানের কাজ করছে শ্রমিকরা। এছাড়া মেলায় বিনোদনের জন্য বিভিন্ন রাইড নিয়ে এসেছে কেউ কেউ। আয়োজকদের মতে এবার বাগেরহাটে বাণিজ্য মেলা সতিকার অর্থেই বাগেরহাটবাসী উপভোগ করবেন। চারটি প্যাভেলিয়ানসহ অন্তত ৪০টি দোকানে হরেক রকম পন্য সামগ্রী নিয়ে বাবসায়ীরা এখানে আসতে শুরু করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই মেলায় নির্মানাধীন কাজ গুলো সম্পন্ন করা হবে ও জনপ্রতি মাত্র ১০ টাকায় টিকিট কেটে বাণিজ্য মেলায় প্রবেশ করা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রজানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ