• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

রসিক মেয়র মোস্তফা শপথ নিচ্ছেন

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার মোস্তফা শপথ আজ বুধবার মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার রসিকের ৩৩ জন কাউন্সিলর ও ১১জন সংরক্ষিত মহিলা কাউন্সিল  শপথ হবে।
২১ ডিসেম্বরের রসিক নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র ও জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বুধবার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
রবিবার বিকেলে মন্ত্রণালয় থেকে মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফোন করে শপথ গ্রহণের তারিখ ও সময় জানানো হয়।
রসিক নির্বাচনে জাতীয় পার্টির (এ) মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) ভোট পান ৬২ হাজার ৪০০ ভোট এবং বিএনপির মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা (ধানের শীষ) ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন। বৃহস্পতিবার রসিকের ৩৩ জন কাউন্সিলর ও ১১জন সংরক্ষিত মহিলা কাউন্সিল দের শপথ বাক্য পাঠ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ