চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
আই এফ বি সি ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জকে ভিক্ষুকমুক্ত করার প্রচেষ্টা সফল করার লক্ষ্যে ভিক্ষুক পূনর্বাসনে এবং হতদরিদ্রদের মাঝে আয় বর্ধক খাতে সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার পুঁজি বিতরণ করা হয়। বুধবার সকাল ১১ টায় অক্ট্রয় মোড়ে অবস্থিত ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন মামুনের সভাপতিত্বে এবং সদর শাখা ব্যবস্থাপক রাসেল আহম্মেদ হীরার পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এন.ডি.সি. নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা অফিসার মোঃ ইমতিয়াজ কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্জ মোঃ রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্জ মোঃ মোস্তাক হোসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ তরিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা প্রমুখ। মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের অর্থায়নে ০৮ টি সেলাই মেশিন, ০২ জনকে ক্ষুদ্র ব্যবসার পুঁজি, ০২ টি ছাগল, ০১ টি গরুর বাছুর এবং ০১ টি রিক্সা বিতরণ করা হয়।