• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

জাতীয়করণের দাবীতে সিএইচসিপি’দের অবস্থান কর্মসূচি

আপডেটঃ : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারীতে চাকুরী জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করেছেন। শনিবার সকাল ৯ টায় থেকে বিকাল ৩ পর্যন্ত উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের উদ্যোগে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ অবস্থান কর্মসূিচ পালন করা হয়। অবস্থান কর্মসূচী শেষে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধাসহ চাকুরী জাতিয়করণের দাবিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমীগের মাধ্যমে প্রধানমন্ত্রী’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম মান্না জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাকুরী জাতিয়করণের দাবিতে তারা তিন দিনের অবস্থান কর্মসূচী পালন করছেন। উপজেলায় কর্মসূচী পালন শেষে জেলা সিভিল সার্জন অফিসের সামনে জেলার সকল সিএইচসিপি’রা অবস্থান কর্মসূচী পালন করবে।
কর্মসূচীতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপসেজলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হক, সদস্য মুকুল চন্দ্র রাহা, মিলন মেহেদী, স্মৃতি বিশ্বাস, পূরবী বসু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ