বাগেরহাট প্রতিনিধি॥
এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। রোববার দুপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সদর উপজেলা শাখার ব্যানারে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন। মানববন্ধনে একাত্ততা প্রকাশ করে বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের বাগেরহাট শাখার চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কো-চেয়ারম্যান এস.এম আকরাম হোসেন, প্রধান সম্বনয়কারী অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্ত্তী, অধ্যক্ষ মোঃ আঃ রাজ্জাক, মোঃ শহিদুজ্জামান, মোঃ আলাউদ্দিন শেখ প্রমুখ।বক্তারা বলেন, আমাদের দাবী বাস্তবায়ন না করা হলে আগামী ২৮ জানুয়ারি সারাদেশ ব্যাপী কর্মসুচির মাধ্যমে দাবী আদায়ের লক্ষে মাঠে নামতে বাধ্য হব।