উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদ্বোধনের ১শ ২২দিনেও(চার মাস)পৌরবাস টার্মিনাল চালু হয়নি। এটি চালু না হওয়ার পেছনে বেশ ক’টি কারন জানা গেছে। প্রথমত বিভিন্ন পরিবহন সংগঠনের স্থানীয় নেতাদের অনিহা ও অসহযোগিতা বলে জানা যায়। এছাড়া বিদ্যুৎ ব্যবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ এটি ইজারা দেওয়াতেও বেশিদুর এগুতে পারেনি বলে জানা যায়। উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরবাড়ী মহাসড়কের পাশে বাখুয়া খলিশাগাড়ী বিল এলাকায় বিশাল এলাকা নিয়ে এ টার্মিনাল নির্মান হয়েছে। এর পেছনে প্রায় ২কোটি ৭৭ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। উল্লাপাড়া পৌরসভার অভ্যান্তরিন রাজস্ব আয় বৃদ্ধি ও শহর যানজট মুক্ত রাখতে এটি নির্মান করা হয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর টার্মিনালটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধনের পর আর চালু হয়নি। নগরবাড়ী মহাসড়কে চলাচলকারী বাসগুলোর একটিও একদিনের জন্যও টার্মিনাল হয়ে চলাচল কিংবা ব্যবহার করেনি। পৌর কর্তৃপক্ষের বক্তব্যে, উদ্বোধনের পর এটি চালুতে বিভিন্ন পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে বেশ ক’বার আলোচনা বৈঠক হয়েছে। তবে আসানুরুপ ফলাফল মেলেনি বলে জানা যায়। জানা গেছে, পরিবহন সংগঠনের নেতারা এটি ব্যবহারে বিভিন্ন সমস্যা জানিয়ে তা কাটানোর বিষয় জানায়। তবেই টার্মিনালটি পুরোদমে ব্যবহার করা যাবে। এর অন্যতম হলো বিদ্যুৎ সমস্যা। উল্লাপাড়া পৌর সভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান, টার্মিনালটিতে বিদ্যুৎ ব্যবস্থা জরুরী দরকার রয়েছে এর জন্য বিদ্যুৎ বিভাগ বরাবরে আবেদন জানানো হয়েছে। অচিরেই বিদ্যুৎ ব্যবস্থার সমাধান হবে। এছাড়া টার্মিনালটি বাৎসরিক ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ইজারা দেওয়ার পরপরই টার্মিনালটি চালু হবে।