টাঙ্গাইল প্রতিনিধি॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনের সম্ভাব্্য প্রার্থী গোপালপুর উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর নিজ অর্থায়নে গোপালপুর ও ভূঞাপুর আসন এলাকায় ১৫ হাজার ৫শত কম্বল বিতরণ শুরু করেছেন।গত ২১ জানুয়ারী ভূঞাপুর উপজেলা অডিটরিয়ামে ও স্বাধীনতা কমপ্লেক্স থেকে শীতার্তদের মাঝে ১৪শ কম্বল বিতরণ করেছেন।বিতরনের সময় ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক পৌর প্যানেল মেয়র আজহারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মো: মর্তুজ আলী,যুবলীগ নেতা ইউসুফ আলী চকদার প্রমূখ ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর স্বপক্ষে বক্তব্য রাখেন। টাঙ্গাইল-২ (গোপালপুর –ভূঞাপুর )আসনের সম্ভাব্্য এমপি প্রার্থী কম্বল বিতরণ কালে তিনি বলেন,দল থেকে মনোয়ন আমাকে দিবেন আমার বিশ্বাস।আপনারা দলের স্বার্থে আমার হয়ে কাজ করবেন।#