• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ভালুকায় রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ভালুকায় রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ভূমিদস্যুর বিরোদ্ধে। ভোক্তভোগী নোমান আকন্দ জানান, সোমবার (২২ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক দুইটা/আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার সংলগ্ন হবিরবাড়ী আকন্দপাড়া এলাকায় আমার হবিরবাড়ী মৌজার সাবেক দাগ ২৬ (হাল দাগ ১৯৪) এ পৈত্রিক ৫২ শতাংশ ও ক্রয়কৃত ৩৫ শতাংশসহ মোট ৮৭ শতাংশ জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয় স্থানীয় উপজেলা বিএনপি’র সভাপতি ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু ও তার লোকজন।
এ ব্যাপারে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, আমি নোমানের চাচা-জেঠাদের কাছ থেকে যে জমি কিনেছি সে জমি আমাকে বুঝিয়ে না দিয়েই তারা সীমানা প্রাচীর নির্মাণ করছে। রাতের আঁধারে কে বা কারা সীমানা প্রাচীর ভেঙ্গেছে তা আমি বলতে পারবো না।
ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে এখনো কোন পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ