• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

রংপুর উচ্চ বিদ্যালয়ের পূর্তি উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে  প্রধান শিক্ষক আবুল মুযন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক মফিজ উদ্দিন সরকার, রফিকুল ইসলাম, মাফরুহা হক লাকি, ১৯৮১ ব্যাচের ছাত্র অধ্যাপক গোলাম আহমেদ ফারুক তৌহিদুল ইসলাম, মাহমুদ আজম, শাহ্ নবী উল্ল্যাহ পান্না, শাহ্ মোঃ মফিজুল ইসলাম, আলফানুল ইসলাম, ১৯৮২ ব্যাচের  মোঃ রফিকুল ইসলাম, ১৯৮৩ ব্যাচের জাভেদ ইকবাল, ২০০২ ব্যাচের জসিম উদ্দিন, দুলাল মিয়া ২০০৯ ব্যাচের এহসানুল হক সুমন, শরিফুল ইসলামসহ অন্যরা। সভায় জানানো হয়, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী রংপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন করা হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী উৎসবে প্রধান অতিথি থাকার কথা রয়েছে। আগামী ২৪ জানুয়ারী বুধবার বিকাল ৫টায় রংপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান আয়োজন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হবে। শতবর্ষ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উক্ত সভায় বর্তমান ও প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ