চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
প্রতিবছরের ন্যায় এবছরও বুধবার শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর শ্মশানে মাকরী সপ্তমী মহাপূর্ণ স্নান উপলক্ষ্যে হিন্দু ধর্মাম্মবলীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে এবছর প্রচন্ড শীতের কারনে পূন্যার্থীর সংখ্যা কিছুটা কম ।আয়োজকদেও ধারনা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে ভক্তদেও সংখ্যা। এ উপলক্ষ্যে শুধু স্থানীয় হিন্দু ভক্তদের ভোর থেকে তর্ত্তিপুর শ্মশান ঘাট এলাকায় গণ জমায়েত অনুষ্ঠিত হয়। হিন্দুদের এ গনজমায়েত কে উদ্দেশ্য করে তক্তিপুর ঘাট এলাকায় প্রতিবছরের ন্যায় এবছরও গড়ে উঠেছে মেলা। মেলা চলবে ৩ দিন।
জানা গেছে, হিন্দু শাস্ত্র মতে ভগীরত গঙ্গা নদীর জল প্রবাহ নিয়ে বাংলাদেশে আশার সময় তর্ত্তিপুর ঘাট এলাকায় শ্মশানের পাশে পৌছালে নিম গাছের নীচে জাহ্নবীমনির আশ্রম থেকে তাদের দেবতা জাহ্নবীমনি গঙ্গার জল ভূলবশতঃ পান করে ফেলে। এতে ভগীরত ক্ষুব্ধ হলে জাহ্নবীমনি তার জান কেটে সেই জল বের করে দেয় এবং গঙ্গা মুক্ত হয়। সেই থেকে গঙ্গার এই জল প্রবাহ বলে হিন্দু ধর্মাম্মবলীরা বিশ্বাস করে। আর এই উপলক্ষ্যে এই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পূর্ণ লাভের আশায় হিন্দু ধর্মাম্মবলীরা জমায়েত হন। স্নান শেষে অধিকাংশ হিন্দুদের দই চিড়া ভোজ খেয়ে গঙ্গার জল সাথে নিয়ে নিজ নিজ বাড়ীতে ফিরে যান। মেলায় কির্তন, গীতা পাঠ ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়ে থাকে।