• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড়ে অবস্থিত নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০১৮ পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মইনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামিউল হক লিটন, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। বক্তারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলীর ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের যেমন অক্লান্ত প্রচেষ্টা কাজ করেছে, ঠিক তেমনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরাও প্রতিনিয়ত বিদ্যালয়ে শিক্ষাদান সঠিকভাবে সঠিক সময়ে হচ্ছে কি না তা তদারকি করেছেন যা অনেক বিদ্যালয়ে সচারচর চোখে পড়ে না। আর তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অর্জণে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসিকুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেএসসি-১৭ তে এই বিদ্যালয় থেকে ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করে এলাকায় বিদ্যালয়ের নাম উজ্জল করেছে। এবারের এসএসসি পরীক্ষায় ৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ