• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে থেকে জব্দ ভারতীয় পণ্য

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই পণ্য চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ হাজার টাকা।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চিনাকান্দি বিওপির সদস্যরা ছাতারকোনা এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি পণ্যগুলো আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাকারবারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান।

পরে জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৬ হাজার টাকা। অভিযান চলাকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে চোরাচালানের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই চোরাই পণ্য আটক হচ্ছে। চিনাকান্দি সীমান্ত দিয়ে বিশেষ করে চিনি, বিড়ি এবং জিরার মতো পণ্য চোরাচালান নতুন নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিরা যৌথভাবে এই চোরাচালানের কার্যক্রম পরিচালনা করছে। বিজিবির তৎপরতা সত্ত্বেও তারা নতুন নতুন কৌশল অবলম্বন করে দেশের অভ্যন্তরে এসব পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে বলেন, সীমান্তে চোরাচালানরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং সীমান্তে চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরূপে রোধে আমরা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ