• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

মেধা বিকাশ ও শরীর সুস্থ রাখতে সকল শিক্ষার্থীর খেলাধুলা প্রয়োজন

আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাট-০৩আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক ছেলে-মেয়ের মেধার বিকাশ ও শরীর সুস্থ রাখতে সকল শিক্ষার্থীর খেলাধুলার প্রয়োজন। শারিরীক সুস্থ্যতা না থাকলে ছেলে কিংবা মেয়ে যেই হোক তার কাছে সেই লেখা-পড়া মূল্যহীন হয়ে পড়ে। তাই শারিরীক সুস্থ্যতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরী। পড়াশুনা ছাড়া বাকী সময় শিক্ষার্থীদের খেলাধুলায় মগ্ন রাখতে না পারলে তারা অবশ্যই বিপদগামী হয়ে পড়বে। খেলাধুলার মাধ্যমে দেশ এবং জাতির সুনাম অর্জন সহ  নিজেকে প্রতিষ্ঠিত  করা সম্ভব। সেটা আমাদের ক্রিকেট দল প্রমান করেছে। ক্রিকেটাররা লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলাও করছে। বুধবার দুপুরে মোংলায় সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন বাড়িয়েছেন এবং নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। সুতরাং শিক্ষক-শিক্ষিকারা কোন ধরণের ফাকি-ঝুকি না দিয়ে যথা সময়ে শ্রেণী কক্ষে উপস্থিত থেকে ছেলে-মেয়েদেরকে আন্তরিকভাবে পাঠদান করাবেন। সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা ও দাতা তালুকদার আখতার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলম, মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ার উল কুদ্দুস, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা যুব লীগের সভাপতি ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও বিদ্যালয়ের দাতা সদস্য সরবরিয়া খানম দরিয়া। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক ছেলে-মেয়েদের মাঝে পুরস্কার বিরতণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ