চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ৫১৩ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে মাহমুদুল্লাহর অপরাজিত ৮৩ রানে ১২৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ৫১৩ রান করে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত মুমিনুল ও মোসাদ্দেকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর মিরাজকে সাথে নিয়ে ২৭ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২০ রান করে মিরাজ রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে সানজামুলকে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। এরপর সানজামুল ২৪ রান করে ফিরে যান। পরে তাইজুল ১ ও মুস্তাফিজ করেন ৮রান।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ রান করেন।
শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল ৩টি এবং দিলরুয়ান পেরেরা-লক্ষণ সান্দাকান ১টি করে ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ৩ উইকেট।