• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

টি-টোয়েন্টি সিরিজে বড় চমক দিয়ে দল ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠেই নামা হচ্ছে না তিন ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টেস্ট এবং ওয়ানডেতে তার বদলি হিসেবে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে টি-টোয়েন্টিতে আর মিরাজের ওপর আস্থা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

এদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। তাতে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের। পিতৃত্বকালীন ছুটির কারণে অনুপস্থিত মোস্তাফিজুর রহমানের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব।

লিটনকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত কিছুটা চমকপ্রদ বটে। কারণ ব্যাট হাতে সাদা বলের ক্রিকেটে কঠিন সময় কাটছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার ব্যাটে সাকুল্যে ৬ রান এসেছে। এমন পরিস্থিতিতে নেতৃত্ব তার ওপর বাড়তি চাপ তৈরি করে নাকি ফর্মে ফিরতে অনুপ্রেরণা জোগায়, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ