চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক দেশকাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শিবতলা পিটিআই মোড় সংলগ্ন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন ( বসকো’র)ু চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে সাম্প্রতিক দেশকাল প্রত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো’র জেলা সভাপতি মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে সাম্প্রতিক দেশকাল প্রত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক মোঃ এমরান ফারুক মাসুম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলান সাংবাদিক কল্যাণ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি মোঃ জমশেদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম হোসেন, মো: আজিম উদ্দিন মো:ফয়সাল আজম অপু মোঃ আতিকুল্লাহ আরিফ,মোঃ রবিউল আলম,মোঃ নূরে আলম সিদ্দীকি মাসুম,মোঃ জারিফ হোসেন,মোঃ আলামিন মো: নুরুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি মোঃ এমরান ফারুক মাসুম তার বক্তব্যে সাম্প্রতিক দেশকালের পাঁচ বছর পর্দাপণ উপলক্ষে এ পত্রিকার সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। এ পত্রিকাটি বস্তুুনিষ্ঠ্য সংবাদ পরিবেশনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলছে এবং আগামীতে আরও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন। পাশা-পাশি সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।