• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ॥ আহত ৫

আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এনামুল হক (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত এনামুল হক হচ্ছেন সদর উপজেলার বহরম উপর জোনায়েতপুর গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে।
এঘটনায় মোটরসাইকেল আরোহী সদর উপজেলার চাঁপাই-পলশা গ্রামের নুহু মাষ্টারের ছেলে খোরশেদ গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার এসআই আসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর কলেজের অদুরে একই স্থানে ট্রাক ও ট্রাকটর উল্টে উভয় গাড়ির ৪ জন গুরুতর আহত হয়েছে।
সকাল ৭টার সময় সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী পিয়াজ ভর্তি ঢাকা মেট্রো ট- ১৪-৭৭৯৯ ট্রাকটি পিছনের গাড়িকে সাইড দিয়ে গিয়ে রাস্তার পর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
একই সংঙ্গে মাটি ভর্তি একটি ট্রাকটর ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ