চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ও পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।” বই পড়ি, স্বদেশ গড়ি”প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮ পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি গ্রন্থাগারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ হোসেন এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়ে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু হায়াত মোহাম্মদ রহমাতুল্লাহ,জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ তথ্য অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ গ্রন্থাগার অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ।