• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেটঃ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ আজিজুল হকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ মানববন্ধন করেন। মানবববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ বালা জানান, প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম-দূর্নীতির কারণে ম্যানেজিং কমিটি সম্প্রতি অধ্যক্ষ মোঃ আজিজুল হককে কলেজ থেকে বরখাস্ত করেন। এরজের ধরে বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ আজিজুল হক তার ও তার স্ত্রী শিউলী রানীর বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি সাজানো মামলা দায়ের করেছেন। এছাড়াও ওই অধ্যক্ষ কলেজের প্রভাষিকা রমা বাড়ৈ ও তার স্বামী দিপক কর্মকার এবং যুক্তিবিদ্যার প্রভাষিকা কবিতা মন্ডল ও তার স্বামী নির্মল হীরার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ মানববন্ধন ও স্মারকলিপি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ