চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারীতে নবলোক পরিষদের আয়োজনে পিঠা উৎসব ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ পিঠা উৎসব ও পৌষ মেলা শুরু হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এখানে ১২টি স্টলে ১২১ প্রকারের পিঠা’র আয়োজন করা হয়।