বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ মিলন অধিকারী (৩৮) নামে এক কাকড়া ব্যবসায়ীকে আটক করেছে র্যা পিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারে মিলনের নিজ ডিপু থেকে তাকে কচ্ছপসহ আটক করে র্যার-০৬।আটক মিলন দিগরাজ গ্রামের মোন মালী অধিকারীর ছেলে। র্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন অধিকারীকে আটক করে। এসময় মিলনের কাকড়ার ডিপু থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার কৃত কচ্ছপ গুলোকে খুলনা বন্য প্রাণি সংরক্ষন কে›্দ্েরহস্তান্তর করা হবে।তিনি আরও জানান, আটক মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সে ৬-৭ বছর ধরে চট্টগ্রাম থেকে কচ্ছপ সংগ্রহ করে নিজ কাকড়ার ডিপুতে রেখে বিভিন্ন অভিজাত খাবার হোটেলে বেশি দামে বিক্রি করে।