চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
দীর্ঘদিন পলাতক থাকার পর ৪টি মামলার আসামী শিবির নেতাকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট ও শিবগঞ্জ থানার বিস্ফোরক, দ্রুত বিচার, সরকারী কাজে বাধাদান মোট ৪টি মামলার এজাহার ভুক্ত আসামী উপজেলার চামামুশরীভূজা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দলদলী ইউনিয়ন শিবির শাখার উপ কমিটির সভাপতি আঃ ওয়াদুদ(২৭)কে মঙ্গলবার ভোর ৬টার দিকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। জামায়াত বিএনপি গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ফাসির উদ্দিনের নির্দেশে এসআই ওসমান, এসআই রবিউল ইসলাম, এসআই শাহাদাত হোসেন, এএসআই আজাদ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়। পুলিশ আঃ ওয়াদুদের বাড়ী জামায়াত বিএনপির গোপন বৈঠক চলার সময় তাকে গ্রেফতার করে। বাঁকীরা পালিয়ে যায়। এ সময় ৫’শ গ্রাম গান পাউডার, জিহাদী বই, লিফলেট, টাকা সংগ্রহের রশিদ উদ্ধার করে পুলিশ। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত শিবির নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।