সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণের দায়ে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৪শ জন যাত্রীকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪শ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. খায়রুল আলম, রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হক, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বানিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান ও স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেনসহ জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ এ সময় উপস্থিত ছিলেন। পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম বলেন, মাননীয় রেলমন্ত্রী ও রেলবিভাগের সচিব এবং মহা-পরিচালকের নির্দেশে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণ প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের ৭টি স্থানে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ চেকিং অভিযান শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন ছাড়াও বাকী ৬টি স্থানগুলো হলো- খুলনা, ঈশ্বরদী, শান্তাহার, পার্বতীপুর, লালমণিরহাট ও বগুড়া। এসব এলাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বিনা টিকিটে রেলভ্রমণের বিরুদ্ধে পশ্চিমাঞ্চল রেলওয়ের এ অভিযান দীর্ঘ সময় ধরে চলবে বলেও জানান তিনি।