• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬১বছর উদযাপন

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬১বছর উদযান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(৭ ফেব্রুয়ারি) সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। বিশেষ অতিথি ছিলেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, মওলানা ভাসানীর অনুসারী তাইমুর খান অপু। অনুষ্ঠান পরিচালনা করেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানু।
অনুষ্ঠানে ভাসানী ছাত্র, যুব ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ