সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে বাসচাপায় শাকিল আহমেদ (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিয়ালকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার শিয়ালকোলের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে ও শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে শাকিল স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।