• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

নতুন ফিচার আনছে ফেসবুক

আপডেটঃ : রবিবার, ১৮ মার্চ, ২০১৮

বিশ্বের ১৮৬ কোটি ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এবার ক্যামেরা অ্যাপ আনতে চলেছে ফেসবুক। এর সঙ্গে যোগ হচ্ছে একগুচ্ছ নতুন ফিচার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নিজেই এ খবর জানিয়েছে।
ফেসবুক সম্প্রতি কাজ করছে নতুন ক্যামেরা ফিচারের উপর। সংস্থাটি তাদের ক্যামেরা অ্যাপে এআর (অগমেন্টেড রিয়ালিটি) এফেক্ট যুক্ত করতে চলেছে যার মাধ্যমে ভার্চুয়াল রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাক করা যাবে। ব্যবহারকারীরা যাতে সহজে উন্নতমানের ছবি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তার জন্যই পরীক্ষামূলক প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।
মার্চের শেষের দিকে উন্মুক্ত হবে এই ক্যামেরা ফিচারের স্টেবেল ভার্সন। আগে ভিডিও কলিং শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপ দিয়ে করা যেত। এ বার ‘ফেসবুক লাইট’ ভার্সনেও যুক্ত হতে চলেছে ভিডিও কলিং ফিচার। ফলে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ‘ফেসবুক লাইট’ এর মাধ্যমে এইচডি কোয়ালিটির ভিডিও কলও করতে পারবেন। ‘ফেসবুক লাইট’ এর মাধ্যমে এবার অডিও কল, পিকচার শেয়ারিং এর মতো ফিচার পেয়ে যাবেন গ্রাহকরা। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ফেসবুকের এই নতুন ভার্সনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ