বিশ্বের সবচেয়ে ছোট মিনি পিসি (পার্সোনাল কম্পিউটার) তৈরির দাবি করেছে তাইওয়ানের এলিটগ্রুপ কম্পিউটার সিস্টেমস। ২৬০ গ্রাম ওজনের কম্পিউটারটি হাতের মুঠোতেও এঁটে যায়। জানা গেছে, দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতার দিক দিয়ে কম্পিউটারটি ৭০x৭০x৩১.৩ মিলিমিটার (এমএম)। এলিটগ্রুপ জানিয়েছে, ‘লিভা কিউ’ ব্র্যান্ডনেম দিয়ে বাজারে বিক্রি করা হবে এটি। অপারেটিং সিস্টেম (ওএস) ছাড়া লিভা কিউ কিনতে চাইলে দাম পড়বে সাড়ে ১৩ হাজার টাকা। তবে উইন্ডোজ ১০ হোম এডিশন ও এস’সহ এর দাম পড়বে সাড়ে ১৫ হাজার টাকা।
দুই ধরনের লিভা কিউ-তেই রয়েছে ৪ জিবি র্যাম এবং ৩২ জিবিই এমএমসি স্টোরেজ। এতে মিলবে ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, কিউ গিগাবিট ল্যান, ১ এইচএমডিআই ২.০ পোর্ট, ১ ইউএসবি ৩.১ পোর্ট, ১ ইউএসবি ২.০ পোর্ট। এলিটগ্রুপ জানিয়েছে, অনলাইনেও কেনা যাবে লিভা কিউ। টাইমস অব ইন্ডিয়া।