অনেক সময় আমরা বিভিন্ন নোটিফিকেশন মুছে ফেলি। কখনো কখনো আবার এই নোটিফিকেশনগুলোর প্রয়োজন হলে খুঁজতে থাকি বিভিন্ন ফাইল বা ফোল্ডারে। কখনো কখনো ডাটা রিকভারির সিদ্ধান্তও নিয়ে থাকেন অনেকে। কিন্তু এই নোটিফিকেশন খুব সহজেই আবার ফিরে পেতে পারি।
মুছে ফেলা নোটিফিকেশন আবারও ফিরে পেতে হোমস্ক্রিনের যেকোনো স্থানে ট্যাপ করে উইজেট মেন্যুতে যেতে হবে। এরপর সেখান থেকে Settings Shortcut নির্বাচন করে তাতে লং ট্যাপ করতে হবে এবং হোম স্ক্রিনে বসাতে হবে।
এবার সেটিং শর্টকাটের নিচের দিকে স্ক্রল করলে নোটিফিকেশন লগ পাওয়া যাবে যেখান থেকে সকল নোটিফিকেশন আবারও দেখে নেওয়া যাবে।