নিদাহাস ট্রফির ফাইনালে স্বপ্নভঙ্গের পর জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা সবাই ছুটিতে চলে গিয়েছিলেন। দলের সঙ্গে ঢাকায় ফিরেননি কেউই। ছুটি কাটিয়ে গতকাল দুপুরে ঢাকায় ফিরেছেন কোর্টনি ওয়ালশ।
নিদাহাস ট্রফিতে ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার অধীনে ত্রিদেশীয় এ টি-টোয়েন্টি সিরিজে দল হিসেবে ভালো পারফর্ম করেছিল বাংলাদেশ। বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন ক্যারিবিয়ান এ কোচ। বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জুনের শুরুতে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে জাতীয় দলের জন্য হেড কোচ পাওয়ার সম্ভাবনা কম। আফগানদের বিপক্ষেও ওয়ালশের হাতেই থাকতে পারে হেড কোচের দায়িত্ব। তাই আফগানিস্তান সিরিজ ও জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে পরিকল্পনা, কাজ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের পর। এই সময়ে উঠতি পেস বোলারদের নিয়ে কাজ করার কথা রয়েছে ওয়ালশের।