ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আশরাফুলের সেঞ্চুরিতেও পারল না কলাবাগান ক্রীড়াচক্র। রেলিগেশন পর্বের প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে ৩৩ বল বাকি থাকতেই ছয় উইকেটে হেরেছে তারা। শুরুতে ব্যাট করে ৩ উইকেটে ২৫২ রান করে কলাবাগান। জবাবে মিজানুর রহমানের ১১৫ রানের ইনিংসে ৪৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন।
আজ ব্রাদার্সের বিপক্ষে ১৩৭ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি। এটিসহ চলতি মৌসুমে ঢাকা লিগে মোট পাঁচটি সেঞ্চুরি করেন তিনি। ঘরোয়া লিগের এক আসরে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
কলাবাগানের পক্ষে আশরাফুল ছাড়াও ওয়ালিউল করিম ৯৫ বলে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেন। এ ছাড়া মুনিম শাহরিয়ার ৩৫ আর ফারুক হোসেন ২৮ রান করেন। ব্রাদার্সের সোহরাওয়ার্দী শুভ ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট।
জবাব দিতে নামা ব্রাদার্সের পক্ষে মিজানুর ছাড়া অন্য ব্যাটসম্যানদের মধ্যে ইয়াসির আলী ৪৫ ও নাজমুস সাদাত ৩২ রান করেন। কলাবাগানের জাইমুল হাসান তিনটি উইকেট নেন।