সেই ২০১১ সাল থেকে আইপিএলে খেলেছেন একই দল কলকাতা নাইট রাইডার্সে। এবার নতুন ঠিকানা সানরাইজার্স হায়দারাবাদ। নতুন এই ক্লাবটিতে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এখন মাঠে নামার অপেক্ষা। আজ রাত সাড়ে ৮টায় হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সাকিবের দল প্রথম ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
নতুন ঠিকানায় যে বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাকিব, সেটা বোঝাই যাচ্ছে। হায়দারাবাদের বোলিং কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে হাসিমুখে তোলা একটি ছবি পোস্ট করেছেন ফেসবুক পেজে। ছবিটির ক্যাপশনে দুটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন মনের অবস্থা। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন—‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’।
দলে সাকিবের উপস্থিতি নিয়েও রীতিমতো রোমাঞ্চিত মুরালিধরনও। তিনি বলেন, ‘আইপিএল শিরোপা জিততে হলে আমাদের স্পিনার লাগবে। তারা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাকিব বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশকিছু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছে আইপিএলে। সে পাওয়ার প্লে ও শেষ দিকের ওভারে চাপের মুখে খুবই ভালো বল করতে পারে।
সানরাইজার্সের সম্ভাব্য একাদশ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীষ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল ও সন্দীপ শর্মা।