রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। তার অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে কিছুটা হলেও লড়াইয়ে থেকেই তৃতীয় দিনটা পার করতে সক্ষম হয়েছে উত্তরাঞ্চল।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে উত্তরাঞ্চল সাত উইকেটে ২৮৬ রান করেছে উত্তরাঞ্চল। এর আগে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৫২৯ রান করেছে। তাই এখনও দলটি প্রতিপক্ষ মধ্যাঞ্চল থেকে ২৪৩ রানে পিছিয়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মুশফিক। ১৯৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা। তবে এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। নাজমুল হোসেন শান্ত (৪৫) ও আরিফুল হকদের (৪২) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন তিনি। শেষ দিকে তাইজুল ইসলাম সঙ্গী হয়েছিলেন তাইজুল। দিনশেষে তাইজুল ২১ রানে অপরাপজিত আছেন।