বৈশাখ উদযাপন ও বাংলাদেশের বাজারে নতুন এমএসআই মাদারবোর্ড বাজারজাত উপলক্ষে বৈশাখী অফার চালু করেছে তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি কোম্পানি এমএসআই।
এ অফারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ড কিনলে ফ্রি পাওয়া যাবে একটি ব্যাকপ্যাক এবং টি-শার্ট। অফারের আওতাভুক্ত মাদারবোর্ডগুলো হচ্ছে এইচ৩৭০ গেমিং প্রো কারবন, বি৩৬০ গেমিং প্রো কারবন, বি৩৬০ গেমিং প্লাস, বি৩৬০এম মরতার, এইচ৩৭০এম বাজুকা, বি৩৬০এম বাজুকা, জেড৩৭০ গেমিং প্লাস, জেড৩৭০এম মরতার।
১০ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামী ২৪ এপ্রিল ২০১৮ পর্যন্ত। আইডিবি ভবনস্থ বিসিএস কম্পিউটার সিটি ও এলিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেটের এমএসআই পার্টনার শপ এবং ইউসিসি ও ফ্লোরা লিমিটেড এর শপ থেকে ক্রয় করা মাদারবোর্ডগুলো এ বৈশাখী অফারের আওতায় আসবে।
অন্যদিকে বাংলাদেশের বাজারে সম্প্রতি এমএসআই এইচ৩৭০, বি৩৬০ এবং এইচ৩১০ চিপসেটের নতুন গেমিং মাদারবোর্ড বাজারজাত শুরু করেছে কোম্পানিটি।