• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

‘দুলু বাবুর্চি’ জাহিদ হাসান

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

নির্মাতা সাগর জাহানের সঙ্গে নতুন নাটকে এবার বাবুর্চি হয়ে হাজির হচ্ছেন জাহিদ হাসান। আসছে রোজার ঈদে এনটিভির জন্য নির্মিত এই নাটকের নাম ‘দুলু বাবুর্চি’। এটি নির্মিত হচ্ছে সাত পর্বের ধারাবাহিক হিসেবে। বৃন্দাবন দাসের রচনায় এই নাটকে জাহিদ হাসানের সঙ্গে আরও অভিনয় করছেন শাহনাজ খুশি ও আশনা হাবিব ভাবনা।
নির্মাতা সাগর জাহান সাংবাদিকদের বলেন, ‘কমেডি গল্পে নির্মিত হচ্ছে নাটকটি। তবে এখানে বিনোদনের বৈচিত্রময়তা থাকবে। মজার মজার সব ঘটনা আর সংলাপ পাবেন দর্শক। আশা করছি ঈদে প্রচার হওয়া সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম হবে ‘দুলু বাবুর্চি’।
নাটকটি ঈদের দিন বেসরকারী টিভি চ্যানেল এনটিভিতে প্রচার শুরু হবে। চলবে ঈদের সপ্তম দিন পর্যন্ত।
প্রসঙ্গত, সাগর জাহানের রচনা ও পরিচালনায় এর আগে ‘আরমান ভাই’ নামের একটি সিক্যুয়েলে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলেন জাহিদ হাসান। সেখানে বিরিয়ানি প্রেমী, বউ পাগল, ইমোশনাল, মানবদরদী পুরান ঢাকার যুবকের চরিত্রে দেখা গিয়েছিলো তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ