ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি হলো আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘ভালোবাসার আকাশে’। এই অ্যালবামটিতে রয়েছে আটটি নতুন গানের ঝলক।
যার মধ্যে ছয়টি গান গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমনা সামন্ত মুখোপাধ্যায়। অ্যালবামটিতে দুটি দ্বৈত গানও গেয়েছেন তিনি। পাশাপাশি গান দুটিতে কলকাতার আরও দুজন কণ্ঠশিল্পী থাকবেন।
অ্যালবামটির ৮টি গান লিখেছেন বাংলাদেশের গীতিকার মহসিন রেজা। জানা গেছে, তার লেখা ৪৫টি গান বাংলাদেশ বেতারে ২০ বছর ধরে প্রচারিত হয়েছে। গানগুলির সঙ্গীত পরিচালনা করেছেন বিখ্যাত তবলাবাদক পলাশ রায়। আগামী ঈদের দিনই মুক্তি পাবে এই অ্যালবামটি।
সুমনার আশা, গানগুলি শ্রোতাদের মন জয় করে নেবে। পূজার আগে তার আরও বেশ কয়েকটি গান ও মিউজিক ভিডিও প্রকাশিত হতে চলেছে। উল্লেখ্য, সুমনা এর আগে বাংলাদেশে বেশ ক’বার এসে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে গেছেন।