দিল্লির ব্যবসায়ী হরিশ আহুজার ছেলে আনন্দ আহুজা । দেশের সবথেকে বড় এক্সপোর্ট কোম্পানি শাহি এক্সপোর্টের মালিক তথা ম্যানেজিং ডিরেক্টর ইনি। মাল্টি ব্র্যান্ড স্নিকার কোম্পানি ‘ভেজ নন ভেজ’র মালিক। এছাড়াও ‘ভানে’ নামের একটি পোশাকের ব্র্যান্ডেরও মালিক তিনি। বর্তমানে আনন্দ ৩ হাজার কোটি টাকার মালিক।
দিল্লির আমেরিকান অ্যাম্বাসী স্কুল থেকে পড়াশোনা করেন আনন্দ। এর পরে পেনসিলভিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন। হোয়ার্টন বিজনেস স্কুল থেকে এমবিএ শেষে ডোয়েশ ব্যাঙ্ক থেকে ইনটার্নশিপ।বাস্কেট বল খেলাতেও বিশেষ আগ্রহ আছে আনন্দের।
কর্মজীবনের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাজন ডটকমে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেন অানন্দ।
কমন ফ্রেন্ড প্রেরণার মাধ্যমে আলাপ হয়েছিল আনন্দ- সোনমের। তারপর ২০১৪-য় আনন্দ প্রেম প্রস্তাব করার বেশ কয়েক মাস পরে সেই প্রস্তাব গ্রহণ করেন সোনম।