আত্মহত্যাই ছিল ডান্স মিউজিক সুপারস্টার আভিচির গত মাসে মৃত্যুর কারণ। মঙ্গলবার সেলিব্রেটি গসিপ সাইট ‘টিএমজেড’ এর খবরে একথা বলা হয়েছে। একজন সুইডিশ ডিজে মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে তার পরিবার আভিচির মৃত্যুকে স্বেচ্ছামৃত্যু বলে মন্তব্য করেছে। খবর এএফপি’র।
তার পরিবার বৃহস্পতিবার এক খোলা চিঠিতে জানায়, তিনি বাস্তবিক অর্থ, জীবন, সুখ-শান্তি নিয়ে দুর্ভাবনার সঙ্গে লড়াই করছিলেন। তিনি শান্তির সন্ধান করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টিএমজেড জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছিলেন।
২৮ বছর বয়সী আভিচির প্রকৃত নাম ছিল টিম বার্গলিংক। ২০ এপ্রিল তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এ সময় ওমানে ছুটি কাটাচ্ছিলেন। ওমান পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি। এএফপি।