জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। জনপ্রিয় অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে নতুন নতুন তারকার। আলোচিত অনুষ্ঠানটিতে এবারের পর্বে পূর্ণিমার অতিথি হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি
জানা গেছে,এবারের পর্বে ববি তার নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সাথে। এছাড়া কথা বলেছেন তার সিনেমার ক্যারিয়ারের নানা দিক নিয়ে ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। এবং পূর্ণিমার এই পর্বটি প্রচার হবে আরটিভিতে শনিবার (৫ মে ) রাত ১০টায়।
উল্লেখ্য, ইফতেখার চৌধুরী নির্মাণ করেছেন দেশের প্রথম সুপার হিরো ধাঁচের চলচ্চিত্র ‘বিজলী’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ববি। সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৩ এপ্রিল সারা দেশে মুক্তি পায় সিনেমাটি। প্রশংসিত হয়েছে ছবিটি।