বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে তার বোন কারিনা কাপুর খানের বন্ধুত্ব নিয়ে নিয়ে অনেক কথা বললেন কারিশ্মা কাপুর।
তিনি বলেছেন, কারিনা নয়, তার সঙ্গেই সালমানের ঘনিষ্ঠতা বেশি।
এন্টারটেনমেন্ট কি রাত-লিমিডেট এডিশন-এ কারিশ্মা বলেছেন, ‘কারিনার তুলনায় সালমান আমারই বেশি কাছের। আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। সালমানের কাছে কারিনা ছোট বোনের মতো আর এখনও ওকে ছোট বলেই মনে করে।’
১৯৯০-এর দশকে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন কারিশ্মা ও সালমান। আন্দাজ আপনা আপনা, বিবি নম্বর ১, জিত ও জুড়ওয়া-র মতো সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। করিনা সালমানের সঙ্গে বডিগার্ড ও বজরঙ্গী ভাইজান সিনেমায় অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য ব্যাপার, কারিশ্মাও বডিগার্ড সিনেমার অংশ ছিলেন। কারিশ্মা বলেছেন, আমি বডিগার্ড সিনেমায় তার গলা শোনা গিয়েছিল।
এখন কোন ধরনের সিনেমায় কাজ করতে চান।
এই প্রশ্নের জবাবে কারিশ্মা বলেছেন, সমস্ত নম্বর ১ সিনেমায় কাজ করার পর এবার কেউ যদি মামি নম্বর ১-এর মতো সিনেমা করেন তাহলে সেখানে কাজ করতে চান।