রতিবছরই বৈশাখ মাসে দেশব্যাপী কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এবার যেন তার প্রভাব একটু বেশিই দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন প্রকৃতির এ পরিবর্তন? গত কয়েকদিন প্রকৃতির এ বিরূপ চেহারা অনেককেই ভাবিয়ে তুুলেছে। এতে প্রাণহানিও হচ্ছে বেশ। আগামী কয়েকদিনও কালবৈশাখী হানা দেবে দেশব্যাপী। আবহাওয়াবিদরা জানিয়েছেন এমন তথ্য।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানিয়েছেন, সাধারণত এপ্রিল-মে মাসে সাগরে নিম্নচাপ তৈরি হলে কালবৈশাখী হয় না। নিম্নচাপ না থাকলে সাগরের আর্দ্র বাতাস স্থলভাগে চলে আসে। সাধারণত তিন ধরনের বাতাস একীভূত হয়ে কালবৈশাখীর সৃষ্টি হয়। সাগরের আর্দ্র বাতাসের সঙ্গে অপেক্ষাকৃত পূবালী বাতাস এবং স্থলভাগের বাতাস একসঙ্গে হলে তা বজ্রমেঘের সৃষ্টি করে। পরে তা চাপ আকারে নিচে নেমে আসে এবং প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হয়।