সবাই আমাকে পোড়ামনে সাইমন-ই বলে। এটাই আমার ট্রেডমার্ক। হ্যাঁ, এটা সত্য যে, আমি পোড়ামন টুতেও কাজ করতে চেয়েছিলাম। কিন্তু জাজ আমাকে সেই সুযোগটা দেয়নি। তবে আমি জাকির হোসেন রাজু স্যারের হাত ধরে যে ছবি নিয়ে এসেছি সেখানে কোনো আক্ষেপ নেই। নতুন ছেলে সিয়ামের জন্য শুভকামনা। নিশ্চয়ই ভালো করবে ওরা।’—পোড়ামনের প্রথম নায়ক সাইমন পোড়ামন-টু নিয়ে এমন মন্তব্য করেন।
তবে সাইমন ও মাহী অভিনীত ভিন্নধারার গল্প নিয়ে ‘জান্নাত’ ছবিটি মুক্তি পাবে খুব শিগগিরই। জান্নাত প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমি মনে করি ছবির কাস্টিং ও গল্প সব মিলিয়েই জান্নাত ঈদের ছবি হিসেবে খুব উপযুক্ত। কিন্তু এখানে প্রযোজক-পরিবেশক ফ্যাক্ট হয়ে যায় ছবির চাইতেও। তবে আক্ষেপ নেই। কারণ ছবির মেরিটই কথা বলবে। জান্নাত ছবিটি সবার মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’