ভালো ব্যবসা করবে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। এমন আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। আর দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন শেষে এ কথা সহজেই অনুমেয় যে, তৃতীয় দিনেই এটি নিশ্চিত ১০০ কোটির ক্লাবে ঢুকে যাবে।
রণবীর কাপুর অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত এই অসাধারণ ছবিটি এ বছরের এ পর্যন্ত বিগেস্ট ওপেনার বলে বিবেচিত হয়েছে।
আয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ তার ট্যুইটারে লেখেন, কোনো নির্দিষ্ট দিক নেই। পুরো ভারতব্যাপী দৌড়াচ্ছেন রাজকুমার হিরানি। দ্বিতীয় দিনে বক্স অফিসে রীতিমতো হামলা চালাল সঞ্জু। তৃতীয় দিনেই ছবিটি ১০০ কোটি মাইলফলক স্পর্শ করবে। শুক্রবার ৩৪.৭৫ আর শনিবার ৩৮.৬০ কোটি। মোট ৭৩.৩। এটা শুধু ভারতের বাজারে আয়।
রাজকুমার হিরানির লেখা, এডিট ও পরিচালিত ছবিটিতে রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরো আছেন পরেশ রাওয়াল, মণীষা কৈরালা, আনুশকা শর্মা, সোনম কাপুর, ভিকি কৌশল, দিয়া মির্জা প্রমুখ।