বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। নির্মাতা মেহেদী হাসিবের পরিচালনায় সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
নির্মাতা হাসিব বলেন, মাশরাফি ভাইয়কে নিয়ে প্রথমবার বিজ্ঞাপন নির্মাণ করলাম। মাশরাফি ভাইয়ের সহোযোগীতার কারণে বিজ্ঞাপনটির খুব ভালো ভাবে শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং সেটে একদম সাধারণ মানুষ হয়েই আমাদের সাথে কাজ করেছেন। তাঁর আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
জানা গেছে, বিজ্ঞাপনটি এক শটে ক্যামেরাবন্দী করা হচ্ছে। এজন্য বিশাল সেট তৈরি করেতে হয়েছে। বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে। খুব শিগগিরই দেশের সবগুলো চ্যানেলে প্রচারিত হবে এটি।